মেহেরপুর জেলার মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ভূমিকা পালনকারী জেলা শিক্ষা অফিস ১৯৮৪ সালে কাজ শুরু করে যদিও বর্তমান ভবনে স্থানামত্মরিত হয় ২০০৫ সালে। ভবনটি মেহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন এবং মেহেরপুর মহিলা কলেজের পিছনে সুবিশাল পরিসরে অবস্থিত। বিভিন্ন প্রকার ফলজ ও ফুলজ উদ্ভিদ বেষ্টিত, প্রাচীর ঘেরা তিনতলা বিশিষ্ট সুবিশাল ভবনটির প্রথম তলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং দ্বিতীয় ও তৃতীয় তলা জেলা শিক্ষা অফিসের জন্য নির্ধারিত। ভবনটি ‘‘শিক্ষা ভবন’’নামে পরিচিত। এটা একটি আধুনিক ভবন যেখানে অফিস কক্ষ ছাড়াও একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব (ইএমআইএস সেল), একটি সভাকক্ষ, ও দুটি রেষ্ট হাউজ (এসি/ননএসি) রয়েছে। জেলা শিক্ষা অফিস তার নিজস্ব জনবল ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে শিক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন করে থাকে। মেহেরপুর বাসষ্ট্যান্ড হতে ভবনটি ১/২ কিলোমিটার দুরে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস